এখন থেকে পাসপোর্টে উল্লেখ করা পরিচয় আর পরিবর্তন করা যাবে না। শুধু অপারেটর কর্তৃক ভুল ও বানান ভুল পরিবর্তন যাবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক, সাইদুর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা বলা হয়েছে। ওই নির্দেশনায় বলা হয়, আবেদনকারী তাদের নামে ইসুকৃত এমআরপি(মেশিন রেডিবল পাসপোর্ট) সমর্পণ করে নিজ/পিতা/মাতার নাম অথবা প্রাক-পরিচয় সম্পূর্ণভাবে পরিবর্তন এবং বয়স পরিবর্তন করে রি-ইস্যুর আবেদন করছেন। এভাবে যখন তখন তথ্য পরিবর্তন করে ভিন্ন তথ্য সম্বলিত পাসপোর্ট গ্রহণের ফলে বাহককে বিদেশ বিভিন্ন ইমিগ্রেশন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হচ্ছে। বর্হিবিশ্বে দেশের ভাবমুর্তি ক্ষুণœ হচ্ছে। নির্দেশনায় আরোও বলা হয়েছে, ইতোমধ্যে বিভিন্ন তথ্য পরিবর্তন সম্বলিত যে সমস্ত আবেদনপত্র গ্রহণ করা হয়েছে সেসব আবেদনকারীকে পূর্বের তথ্য অনুযায়ী পাসপোর্ট গ্রহন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস